DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

তুফানগঞ্জ শালবাড়ি এলাকায় পাণীয় জলের রিজার্ভার নির্মাণ ঘিরে দুর্নীতির অভিযোগ তৃণমূলের

সৌর চালিত পানীয় জলের রিজার্ভার নির্মাণ ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল তৃণমূল। গোটা ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে তুফানগঞ্জ-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন শালবাড়ি-২ অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটি।
জানা যায়, শালবাড়ি-২গ্রাম পঞ্চায়েতের জিড়াতি শালবাড়ি এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি সৌর চালিত পানীয় জলের রিজার্ভার তৈরি করা হয়। কিন্তু সেই কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয় বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।

গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যক ঘনিষ্ঠতা পেয়ে শালবাড়ি-২গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন করে বিজেপি। তৃণমূলের দাবি,বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হয় প্রধান স্বজন পোষণ করে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে সেই কাজ পাইয়ে দেয় বলে অভিযোগ।। যদিও তৃণমূলের তোলা অভিযোগ মানতে নারাজ ওই পঞ্চায়েত সমিতির সদস্যা পার্বতী দাস। তার দাবি কাঠ মানি না দেওয়ায় তৃণমূল মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছে তিনি। যানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে শালবাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান পরিমল কাজী বলেন, এজেন্সি যাকেই দেওয়া হোক না কেন কাজের গুণগত মান আগে দেখে। সাধারন মানুষ পরিষেবা সঠিকভাবে পাবে কিনা তা উচিত। তিনি আরো বলেন, সব থেকে বড় কথা যেটা একজন জনপ্রতিনিধি হয়েও কিভাবে সেই কাজের এজেন্সি তাকে দেওয়া হল। তার টেন্ডেনশিয়াল কি আছে? তার বৈধ কাগজপত্র আছে কিনা তা জানতে চাই। নাকি প্রধান স্বজনপোষণ করে বিজেপির পঞ্চায়েত সমিতি সদস্যাকে সেই কাজ পাইয়ে দিয়েছে সেটা আমরা জানতে চাই বলে জানান তিনি।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন