শ্রমকোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য আইন প্রণয়ন, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ ১৭দফা দাবিতে আগামী ৯জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে সোমবার সকালে কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের পাইকারি সব্জি বাজারে ধর্মঘটের প্রচার ও লিফলেট বিলি করলো সিআইটিইউ এবং সারা ভারত কৃষক সভা।
এদিন সকলের কাছে আবেদন করা হলো ৩৬৪দিন ভালো থাকার জন্য স্বৈরাচারী এবং জনবিরোধী সরকারি নীতির বিরুদ্ধে একটা দিন সকলকে ধর্মঘটে শামিল হওয়ার।
