তুফানগঞ্জে তৃণমূলের শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা। ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের ১ নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায়। জয়দেব আর্য পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। বর্তমানে তিনি তুফানগঞ্জ শহরের টাউন প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন এবং তিনি তুফানগঞ্জ সার্কেল ২ তৃণমূলের প্রাথমিক শিক্ষক সেলের প্রাক্তন সভাপতির দায়িত্বে ছিলেন।

সোমবার র্বিকেল থেকে তার বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ আয়কর দপ্তরের হানা তা এখনো জানা যায়নি।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায়।