বাংলাদেশে ঢাকার রমনা কালী মন্দির শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মাঝে মন্দিরের বাইরে মেলার প্রস্তুতিও সম্পন্ন হতে চলছে। রমনা কালী মন্দিরের প্রধান গেট থেকে পুরোটাই রঙ্গিন বৈদ্যুতিক ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে।

রাত হলেই দুর্গার শুভেচ্ছার আলো জ্বলে উঠবে আশেপাশের এলাকায়। এসবকে কেন্দ্র করে স্বাগত দর্শনার্থীদের জন্য মিষ্টান্নসহ চুরি, ফিতার দোকান বসিয়েছে ব্যবসায়ীরা।
আরেক পাশে বাচ্চাদের খেলাধুলার জন্য বসানো হয়েছে নাগরদোলা। দূর্গা পূজা কেন্দ্র করে মেলাও বসানো হয়েছে।
রমনা কালী মন্দির ঘুরে দেখা গেছে শেষ সময়ের প্রস্তুতি প্রতিমা সাজানো হচ্ছে। বসানো হয়েছে স্টেজ। ইতিমধ্যে মা দুর্গাকে ভক্তি জানাতে মানুষ আসছে। আজ পঞ্চমী। আগামীকাল ষষ্ঠী। আর সপ্তাহ জুড়ে শারদীয় দুর্গোৎসবকে একটি উৎসবে ধরে রাখার জন্য চলছে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসাহ উদ্দীপনা।