জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪।। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ফের একজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এর ফলে শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। এই তথ্য জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।নতুন আক্রান্ত রোগীর বাড়ি জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায়। রবিবার ওই মহিলার বাড়ি ও স্টেশন বাজার সংলগ্ন অঞ্চলে বিশেষভাবে ফগিং ও মশা নিধন স্প্রে চালানো হয়। ডেঙ্গু মোকাবিলায় পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, শহরের ভেতরে কোথাও শুয়োরের খাটাল রাখা আইনত নিষিদ্ধ। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে এবং বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার জল দ্রুত ফেলে দিতে হবে। সৈকত বলেন,
“পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। আমরা আজ স্টেশন বাজার সহ আক্রান্তের বাড়ি ও আশপাশের এলাকায় ফগিং করেছি। এ পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা ১৪ হলেও কোনওভাবেই যাতে আর তা বৃদ্ধি না পায়, তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।” পুরসভার পক্ষ থেকে নিয়মিত মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সর্বসাধারণকে বাড়ির এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু প্রশাসনের নয়, প্রতিটি পরিবারেরও সমান দায়িত্ব রয়েছে।
