একের পর এক চিতাবাঘের হানায় আহত শ্রমিক এমন ঘটনা সামনে আসছে ডুয়ার্সের চা বলয় থেকে। প্রায় প্রতিনিয়ত ডুয়ার্সের চা বলয়ে চিতাবাঘের হানায় চা শ্রমিক আহত হচ্ছে।
আর চিতাবাঘের হানার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত ডুয়ার্সের চা বলয়ের শ্রমিকরা। সম্প্রতি চিতাবাঘের হানা ঘটেছে ডুয়ার্সের সুভাষিনি, চুয়াপাড়া ও মেচপাড়া এই তিন চা বাগানে। এই তিন চা বাগানে তিনজন মহিলা শ্রমিক চিতাবাঘের হানায় গুরুতর আহত হয়েছে। বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানা থেকে বাঁচতে কাজ শুরু হওয়ার পূর্বে পটকা ফাটানো হচ্ছে।

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার সুভাষিনি চা বাগানে চিতা বাঘের হানায় বাগানের মহিলা চা শ্রমিক পিংকি তুরি আহত হয়েছে।
এছাড়া কিছুদিন পূর্বে চুয়াপাড়া চা বাগানে চিতাবাঘের হানায় মহিলা চা শ্রমিক দীপমালা বানিয়া গুরুতর আহত হয়।
মঙ্গলবার ডুয়ার্সের মেচপাড়া চা বাগানে ২২ নম্বর সেকশনে কাজ করার সময় চিতাবাঘের হানায় আহত হয় মহিলা চা শ্রমিক সরিতা তামাং। চিতাবাঘ তার উপর আচমকা ঝাপিয়ে পড়ে পরবর্তীতে সরিতার চিৎকারে অন্যান্য শ্রমিকরা চলে এলে চিতাবাঘ পালিয়ে যায়। শ্রমিকরা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত চা শ্রমিক লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে।