ইসলামপুর ব্লকের জকতাগাও বাজার এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, জানা যায় মৃত ছাত্রীর নাম তুলিকা সিং, বাড়ি নিলাজি এলাকায়, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ডাম্পারের চালককে বেধড়ক মারধর করার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই চালক।

স্থানীয় সূত্রে জানা যায় ওই চালকের বাড়ি চোপড়া তিন মাইল এলাকায়, সকাল সাড়ে ছয়টা নাগাদ নীলাজি থেকে টিউশন পড়ার উদ্দেশ্যে যক্তাগাও আসার পথে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ, পুলিশ ডাম্পারের চালককে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।