
ডাকাতির ছক বানচাল, শিলিগুড়ি মাটিগাড়ায় গ্রেপ্তার ৫ দুষ্কৃতি।
পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধমূলক ষড়যন্ত্রের ছক বানচাল হল মাটিগাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতি। ধৃতদের নাম — সুরজ ছেত্রী, সত্রং মাহাতো, রাজু রাও, বিকাশ রায় ও অস্টিন রাই। এদের মধ্যে রাজু রাও ও বিকাশ রায় দার্জিলিং মোড় ও টিকিয়া পাড়ার বাসিন্দা, বাকি তিনজনের বাড়ি দাগাপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। আজই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে পুলিশি তৎপরতায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।