শনিবার কোচবিহার ২ নম্বার ব্লকের ডোডেয়ার হাটে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের ছেলে সঞ্জীব রায়ের। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের ডাউয়াগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এই ঘটনার প্রতিবাদে এ দিন ডাউয়াগুড়ি বাজারে ২৪ ঘন্টা বনধ পালন করা হয়।

কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এই ঘটনায় তিনি মর্মাহত। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তিনি , পাশাপাশি এদিন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন। বিজেপি আশ্রিত দূস্কৃতিরা এই ঘটনার সাথে যুক্ত বলে দাবী করেন তিনি।
এদিন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন৷ এদিন তিনি অভিযোগ করেন এই ঘটনার সাথে বিজেপি যুক্ত। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।