শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৬ আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানাধীন একটি টোটো চুরি যায়। এ ঘটনার পর ৭ আগস্ট টোটোমালিক পানিটেংকি ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পানিটেংকি ফারির সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ইসলামপুরের চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।
তদন্তের সময় পুলিশ সূর্যসেন পার্কের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া টোটো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত শিলিগুড়িতে এসে টোটোটি চুরি করে, তবে চার্জ শেষ হয়ে গেলে সেটি ওই জায়গায় ফেলে রেখে যায়।
