ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় রাস্তায় টোটো আটকে বেধড়ক মারধরের অভিযোগ দুই মামা ভাগ্নের।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর সংলগ্ন এলাকায়। জানা যায় ময়নাগুড়ি ব্লকের উল্লা ডাবরী মেহেরি পাড়া এলাকার বাসিন্দা কাজল রায় ও রাকেশ দাস। তারা চ্যাংরাবান্দা থেকে কাজ করে বাড়ি ফিরছিল টোটো করে। ঠিক সেই সময় ব্রহ্মপুর সংলগ্ন এলাকায় তাদের টোটো আটকে টোটো থেকে নামিয়ে ইট পাটকেল ও পাথর দিয়ে বেধড়ক মারতে শুরু করে ও রক্তাক্ত করে , বাপ্পা রায় নামের এক যুবক। আহত রাকেশ দাস জানিয়েছে বাপ্পা রায় নামের ওই যুবকের বাড়ি তাদের একই জায়গায়, ময়নাগুড়ি ব্লকের উল্লা ডাবরী মেহেরি পাড়া এলাকায়। সেই সঙ্গে জানিয়েছেন আমরা কিছুই বুঝে উঠতে পারছিনা সে আমাদের কেন এভাবে আক্রমণ করল,

আমাদের চিৎকার চেঁচামেচি শুনে রাস্তায় পথ চলতি মানুষ স্থানীয়রা ছুটে আসে ও আমাদের রক্ষা করে। যদি স্থানীয় মানুষেরা ছুটে এসে আমাদের না বাচাতো, তা নাহলে আজ আমাদের মেরেই ফেলতো । এলাকার মানুষের সহযোগিতায় আমরা ওই স্থান থেকে বেঁচে আহত রক্তাক্ত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই, আমাদের দুজনেরই শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয় ও রক্ত পাত হয়। দুজনেই বিভিন্ন জায়গায় বহু সংখ্যক সেলাই পড়ে। এদিকে বাপ্পা রায় আমাদের হুমকি দিতে থাকে আজ বেঁচে গেলি পরে প্রাণে মেরে ফেলবো, এই কারণেই আমরা খুবই চিন্তিত ও আতঙ্কে রয়েছি। তাই এদিন ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করলাম বাপ্পা রায়ের বিরুদ্ধে। অন্যদিকে বাপ্পা রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি, ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ।