টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হাতল নতুন বসানো টিউবয়েলে লোহার পরিবর্তে বাঁশের হাতল। এরকম একটি আজব ছবি ধরা পরলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠানপাড়ায়। আর এই আজব টিউবয়েলেই পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। এই টিউবওয়েলের জলেই চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবয়েলটি মেরামত করে দেওয়া হোক। অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত ২০২৪ — ২০২৫ আর্থিক বছরে টিউবওয়েলটি বসিয়েছে। তার জন্য ফলকও লাগানো হয়েছে। সেই ফলকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল ৮০ হাজার ৬৭৮ টাকা। কিন্তু ব্যয় হয়েছে ৬৭ হাজার ১৩১ টাকা।

অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে। কিন্তু টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হাতল কেন ? এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি