পশ্চিম শীতলকুচির কাটোয়ারপাড় এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বুড়া নামে পরিচিত ছিল এলাকায় , তিনি শীতলকুচি বাজারে একটি দশকর্মা ভান্ডারের দোকান চালাতেন।

এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশঝাড়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এটি আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ