DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জে.ডি হাসপাতালকে পুনরুজ্জীবিত করার দাবি,কোচবিহার মহিষবাথান এলাকায় পথ অবরোধ সিপিআই(এম)এর

কোচবিহারের মহারাজা জগদ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জে.ডি হাসপাতালকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি কোচবিহার তথা উত্তরবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ঐতিহাসিক প্রেক্ষাপটকে সংরক্ষিত করে এই হাসপাতালকে হেরিটেজ ঘোষণার দাবি সহ ১১দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার ২নং ব্লকের মহিষবাথান এলাকায় অবস্থিত এই জে.ডি হাসপাতালের সুপারকে ডেপুটেশন ও এই মহিষবাথান এলাকায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হলো সিপিআই(এম) খাগড়াবাড়ি এরিয়া কমিটি।
এদিন মহারাজা জগদ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের
প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, প্রবীন নেতা তারিণী রায়, দলের খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ কুমার দাস প্রমুখ।


সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এদিন বলেন, কোচবিহারের মহারাজা জগদ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের প্রচেষ্টায় ১৯৪৭সালে স্থাপিত হয়েছিল এই জে.ডি হাসপাতাল। বর্তমান রাজ্য সরকারের সীমাহীন অবহেলায় আজ তা ধ্বংসের মুখে। কোচবিহার রাজ্য ভারত ভুক্তির কয়েক বছর আগেই প্রজাদের সুচিকিৎসার কথা চিন্তা করে এই হাসপাতাল স্থাপন করেন মহারাজা। ভৌগোলিক দিক থেকে এই হাসপাতাল কোচবিহার ২নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান গ্রামের ৩১নং জাতীয় সড়কের ধারে প্রায় ৭৮বিঘা জমির ওপর অবস্থিত। ১২০টি শয্যা বিশিষ্ট ছিলো এই হাসপাতাল। একসময় আলিপুরদুয়ার, ফালাকাটা, সোনাপুর, জয়গাঁ এবং সমগ্র কোচবিহার সহ নিম্ন আসামের বিস্তীর্ণ অংশের মানুষ চিকিৎসা করাতে আসতেন এখানে। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে প্রায় ১৫০০রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। সিপিআই(এম)র দীর্ঘদিনের দাবি ছিল কোচবিহার মহারাজার স্মৃতিবিজরিত এই ঐতিহাসিক স্থানে মহারাজার নামে মেডিকেল কলেজ নির্মাণ হোক। বামফ্রন্ট সরকারের সময়কালে এটি প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান হিসেবে বিবেচিত হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়ে আগ্রহী হন। কিন্তু ২০১১সালে রাজ্যে পালাবদলের পর তা আর বাস্তবায়ন হয়নি।
বর্তমান রাজ্যের সরকারের সীমাহীন অবহেলায় এবং পরিকল্পিত অবহেলার কারণে বর্তমানে ল হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। হাতে গোনা কয়েকজন রয়েছেন এখানে। নতুন নিয়োগ হচ্ছে না হাসপাতালে। বেশিরভাগ ওয়ার্ডগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ঝোপঝাড় জঙ্গলে ভরে গেছে হাসপাতালে চারিদিক। হাসপাতালের বন্ধ কোয়ার্টারগুলির ভেতর জঙ্গল আগাছা ভরে গেছে। ভেঙে পড়ছে ছাদের চাঙড়। গোটা হাসপাতালটও আজ মৃতপ্রায় ভুতুরে বাড়ির রূপ নিয়েছে।
বর্তমান সময়ে এই হাসপাতালের ৭৮বিঘে জমির একাংশ বেআইনি ভাবে জবর দখল করা হচ্ছে, অন্যদিকে, সরকার নিজেই এই হাসপাতালের জমি দখল করে নির্মাণ করেছে জেলা পরিবহণ দপ্তর, আরেকটি অংশ দখল করে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে।
তাই এই জে.ডি হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করা, তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের অংশ হিসেবে ব্যবহার করা, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুষ বিভাগ ও সার্জিক্যাল বিভাগ এই জেডি হাসপাতালে স্থানান্তরিত করা, জেডি হাসপাতালের জমিতে তৈরি হওয়া পরিবহণ ভবন অন্যত্র স্থানান্তরিত করে এখানে হেরিটেজ মিউজিয়াম গড়ে তোলার পাশাপাশি এর পাশে বিশ্বমানের শিশু উদ্যান গড়ে তোলা, এই হাসপাতালের জমি জবর দখল উচ্ছেদ করা, এই জে.ডি হাসপাতালে মহারাজা জগদ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর ও কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর মূর্তি স্থাপন সহ একাধিক দাবি এদিন উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

বাংলাদেশীদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালালচক্র কে গ্রেপ্তার পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর:বাংলাদেশীদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালালচক্র কে

Read More »

বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ,শংসাপত্র না পেয়ে সমস্যায় ছাত্রছাত্রীরা

শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরও হচ্ছে না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমবর্তন।কেশরী নাথ

Read More »