মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে,মানিকচক থেকে জেলার নেতাদের হুঁশিয়ারি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের।মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ মালদার লক্ষীপুরে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দল বা কোনো নেতৃত্ব যাতে কোন ভাবে না দাঁড়ায় তার আবেদন জানান।যদি দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আমি সরাসরি নামবো।এমনটাই মৃতের বাড়ি গোপালপুরে পৌঁছে জানান সাবিত্রী মিত্র।এদিন মৃতের বাবা মা স্ত্রী সহ অন্যান্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এমনকি এর শেষ দেখে ছাড়বেন বলে জানান। প্রসঙ্গত,দুদিন আগে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে।এই ঘটনায় তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ চার জনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
প্রতিবারই কোনো না কোনো ঘটনা ঘটে তৃণমূলের নেতা-নেত্রীরা এসব কথা বলে।যারা গ্রেপ্তার হয়েছে তারা কয়েক মাস পর জেল থেকে বেরিয়ে যাবে আবার তৃণমূলের মিটিং মিছিলে এই নেতা নেত্রীদের পাশেই এদের দেখা যাবে। সাবিত্রী মিত্রকে তীব্র কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের।