বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিস। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।। ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকার। ঘটনায় গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোরাগাছা এলাকার বাসিন্দা। ও শাহিন আক্তার লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা।

গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চওয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয়। সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে ছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে। এরপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এইসব নথিপত্র তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে মত এসডিপিও ভগবানগোলার। বাংলাদেশীদের জন্য আধার কার্ড তৈরি সম্ভাবনা রয়েছে ।