জামাকাপড় কাচতে গিয়ে জলপাইগুড়ি করলা নদীতে তলিয়ে গেলো এক যুবক। যুবকের খোঁজে তল্লাশি নদীতে। যুবকের নাম কৃষ্ণা রজক (৩৫)। জলপাইগুড়ি ১নং ওয়ার্ডের রায়কত পাড়া এলাকার ঘটনা। গতকাল রাতে প্রবল বৃষ্টির কারনে করলা নদীর জল বেড়েছে ৷

আজ পেশায় ধোপা কৃষ্ণ রজক জামাকাপড় ধোয়ার জন্য সকালে ৬টা নাগাদ নদীতে নামে ৷ নদীর জল বেড়ে যাওয়ায় কৃষ্ণা রজক নদীর জলে ভেয়ে যায়। সঙ্গে সঙ্গে বাসিন্দারা নদীতে নেমে স্থানীয়রা কৃষ্ণার খোঁজে তল্লাশি শুরু করলেও এখনো কনো খোঁজ পাওয়া যায়নি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।