জল্পেশ বাজার এবং হাটের বেহাল অবস্থার কথা শুনেও এগিয়ে আসেনি মন্দির কমিটি, অবশেষে রাস্তা মেরামত করলো ময়নাগুড়ি থানার পুলিশ।।
অবশেষে খবরের জেরে জল্পেশ হার্ট ও বাজার ের রাস্তার বেহাল অবস্থা কথা জানতে পেরে এবং জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ময়নাগুড়ি পুলিশ প্রশাসন থেকে বেহাল রাস্তা বালু দিয়ে চলা চল করার জন্য ব্যবস্থা করে দিল। বলে জানান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ,
জল্পেশ মন্দির কমিটির পরিচালিত জল্পেশ হাট এবং বাজারের বেহাল অবস্থার কথা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি গতকাল। আর সেই খবরের কথা জেনেও মন্দির কমিটি ব্যবসায়ীদের থেকে খাজনা নিলেও এগিয়ে আসেনি রাস্তা সংস্কারের জন্য।

শ্রাবণ মাসের শেষ দিন রবিবার জল্পেশে মন্দিরে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হবে সেইসঙ্গে ওই রাস্তা দিয়ে প্রচুর পুণ্যার্থী সহ সাসাধারণ মানুষ চলাফেরা করে। এদিন হাট না বসলেও প্রচুর দোকান ওই রাস্তায়, ফলে এই খবর দেখার পর ময়নাগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জল কাদায় ভর্তি ওই রাস্তায় বালি দিয়ে সমান করে দিল পুলিশ প্রশাসন। এই কাজে খুশি এলাকাবাসীসহ ব্যবসায়ীরা সহ পুণ্যার্থীরা । যদিও খবরের জেনে একটুকুও হলে মত বদলাইনি জলপেশ হাট এবং বাজার কমিটির। মন্দির কমিটির সম্পাদক গীরীন্দ্রনাথ দেব আমাদের জানান আমরা শুনেছি পুলিশ প্রশাসন ওই রাস্তা বালু দিয়ে কাঁদা এবং জল পরিষ্কার করে যাতায়াতের জন্য উপযুক্ত ব্যবস্থা করেছে।
আমরা মেলা শেষ হওয়ার পরে খুব দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করব।