জলই জীবন। আর সেই জল নিয়ে রাজনীতি। জলের জন্য হাহাকার পুরএলাকার মানুষেরা । বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ গ্রামের বাসিন্দাদের।পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়ায় জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশ হাট্টি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের।তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অনিয়মিত পানীয় জল সরবরাহের অভিযোগ।বিজেপি কাউন্সিলর এর প্রতিশ্রুতিতে উঠল অবরোধ।অভিনব ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়।

তীব্র গরম চাঁদিফাটা রোদ।আর তাতেই পুরসভা এলাকায় মিলছে না পরিশ্রুত পানীয় জল। ফলে এই তীব্র গরমে জল সংকট দেখা দিয়েছে। বার বার জল সংকটের কথা প্রশাসনকে জানালেও সদুত্তর মিলছে না। বাধ্য হয়ে পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।তাদের অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভা এই তীব্র গরমের মধ্যেও নিয়মিত জল সরবরাহ করছে না। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি কাউন্সিলর বাসন্তী রায়।তার প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।
পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় বলেন, তাদের জল নিয়ে যে দাবি তা ন্যায্য দাবি। এই তীব্র গরমের মধ্যে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডের যে কল রয়েছে সেই কলগুলি থেকে সুতোর মতো জল পড়ছে। সঠিক সময়ে জল দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে জল সংকট দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এই সংকটে পড়েছে। পুরসভা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না তাই এদিন ধৈর্যের বাঁধ ভেঙে রাজ্য সড়ক অবরোধ করেছে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আমি ওখানে এসে তাদেরকে বুঝিয়েছি। বিষয়টি নিয়ে দিন পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।
তৃণমূল পরিচালিত পুরাতন মোল্লা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এটা সম্পূর্ণ বিজেপি রাজনৈতিকভাবে আন্দোলন করছে। তবে পরিচিত পানীয় জল পাচ্ছেন না এটা ভিত্তিহীন অভিযোগ। আমরা প্রতিদিন জল ল্যাবে পরীক্ষা করি। বর্তমানে মহানন্দার জল যথেষ্ট কম রয়েছে আর সেই কারণে জল কম পরিমাণ দেওয়া হচ্ছে।। তবে জল দেওয়া হচ্ছে না এই কথাটা ঠিক নয়।দ্রুত জল সরবারহ করা হবে।