বৃষ্টিতে জলমগ্ন মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকা।সামান্য বৃষ্টি হলেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বারবার বিভিন্ন মহলে জানিও কোন লাভ হয়নি। রীতিমতো ক্ষোভ গ্রামবাসীদের। জমা জল থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা। রীতি মত বিরক্ত এলাকাবাসী।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বারবার জানিয়ে কোন লাভ হয়নি। জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে গেছে এলাকাবাসী।
গ্রামবাসীদের সাথে সহমত পোষণ করেছেন ওই এলাকারই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
পরিকল্পনাহীন ভাবে বাড়িঘর হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি মেনে নিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।
নিকাশি না থাকার কারণে জমা জল থেকে ডেঙ্গু সহ মশা বাহিত রোগ ছড়ানোর আশঙ্কা।যত্র তত্র জলাভূমি ভরাট করা হয়েছে ফলে জল বেরোনোর কোন রাস্তা নেই আর তারপরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি বিজেপি নেতৃত্বের।