জলপাইগুড়ি শহরে দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করল পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পুরসভার প্রয়াস হল ঘরে জলপাইগুড়ি শহরের একাধিক ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এই বিষয়ে আলোচনা বসে পুর কর্তৃপক্ষ। সাইনবোর্ডের পাশাপাশি ফুটপাত দখল, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ময়দানে নামতে চলছে পুরসভা৷ কিছুদিন থেকে বাংলা ভাষীদের উপর ভিন্ রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ উঠছে। জলপাইগুড়ি শহরে বিভিন্ন দোকানে সামনে বাংলা বাদে ইংরেজি সহ বিভিন্ন রাজ্যের ভাষার ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে। অবশেষে পুরসভা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে দোকানের ব্যানার বাংলায় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করল।

একাংশ স্থায়ী ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান দিচ্ছেন বলে অভিযোগ৷ এভাবে দোকান করা যাবে না সিদ্ধান্ত গ্রহণ করলো পুরসভা, মাইকিং করা হবে। ব্যবসায়ীরা সর্তক না হলে সেই দোকান তুলে দেওয়া হবে। পুজোকে কেন্দ্র করে কয়েকটি এলাকা নো এন্ট্রি করা হচ্ছে চারচাকা ও টোটো চলাচলে জানালেন উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়৷ এ দিনের বৈঠকে পুরপ্রধান পাপিয়া পাল, চেয়ার ম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন কাউন্সিলর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, “পুরসভার সিদ্ধান্তে আমরা সবাই সহমত।”