আবার ছিনতাইয়ের অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে। ব্যস্ততম রাস্তার পথচলতি এক মহিলার গলার হার ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে শহরের কেরানি পাড়া এলাকায়। অসম থেকে কেরানি পাড়ার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন মাঝ বয়সি মহিলা নমিতা মোদক। হেঁটে আত্মীয়ের বাড়ির সামনে চলে এসেছিলেন তিনি। সেই সময় এক যুবক মহিলার সঙ্গে হেঁটে হেঁটে কথা বলে যাচ্ছিল। হঠাৎ করে গলায় থাকা সোনার চেন ছিনিয়ে যুবকের সঙ্গীর স্কুটারে উঠে পালিয়ে যায়।

ছিনতাইয়ের দৃশ্য ও দুই দুষ্কৃতীর ছবি সিসি ক্যামেরায় উঠে এসেছে। শহরের বার বার ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ গুপ্ত বলেন, “আমার মাসি অসমে থাকেন। শিলিগুড়ি এক আত্মীয়ের বাড়ি থেকে আমার বাড়িতে আসছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী মাসির গলার থাকা সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়। কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে।”
পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।