জলপাইগুড়ি শহরে জবরদখল মুক্ত অভিযানে পুরসভা। শহরের গুরুত্বপূর্ণ রাজবাড়ি সিংহ দুয়ার সংলগ্ন এলাকায় জবরদখল মুক্ত করতে বিশেষ অভিযানে নামল পুরসভা। বুধবার দুপুর থেকে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার পুলিশকর্মীরাও।অভিযানের সময় দেখা যায়, রেলিং টপকে বেশ কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা চালাচ্ছিলেন। পথচারীদের চলাচলের পথ দখল হয়ে পড়ছিল বলে অভিযোগ।

পুরসভার কর্মীরা সেসব অবৈধ কাঠামো ভেঙে সরিয়ে দেন।ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, জবরদখল করে ব্যবসা চালানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আগেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা অগ্রাহ্য করায় পুরসভা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে। তিনি আরও বলেন, “মানুষের চলাচলের জায়গা অবাধ রাখতে হবে। রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করলে তা সরিয়ে দেওয়া হবে।” পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এ ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষের জন্য পথ চলা নির্বিঘ্ন হয়।