বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানের ঘটনা। বাগানের ১২ নম্বর সেকশনে পাতানো খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে। এদিন স্থানীয় বাসিন্দারা পাতানো খাঁচায় চিতা বাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।

খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াড রেঞ্জে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।খুনিয়া স্কোয়াডের বনর্কর্মীরা খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতা বাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শুকর।দিন দুয়েক আগে ওই খাঁচা বসানো হয়।এদিন চিতাবাঘ খাঁচা বন্দি হয়।অবশেষে চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।