জলপাইগুড়ির রোড স্টেশনের একাধিক উন্নয়নের কাজ কতটা এগিয়েছে সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শন করলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। স্টেশনের একাধিক উন্নয়নের জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ট্রেনের স্টপেজ ও নতুন ট্রেনও চালু হয়েছে রোড স্টেশন থেকে ৷ লাইন যেমন বাড়ানো হচ্ছে তেমনি একটি পিট লাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিট লাইন হয়ে গেলে দূর পাল্লার যে কোনও ট্রেন রোড স্টেশনেই রাখা যাবে পাশাপাশি টেকনিক্যাল সমস্যা হলে ঠিক করা যাবে। ডেঙ্গুয়াঝাড় রেল গেটের সমস্যা দীর্ঘদিনের। খানিকক্ষণ বাদে বাদে ট্রেন যাতায়াত করে। এর জেরে,

যাতায়াতের সমস্যা হয়। সেদিকের কথা মাথায় রেখে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে উড়ালপুল করার উদ্যোগ গ্রহণ করেছে রেল দফতর। জেলাশাসক তথা রাজ্য সরকারের অনুমতি মিললে উড়ালপুল তৈরির কাজ শুরু হবে। সোমবার সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “রোড স্টেশনকে উন্নতি করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ গুলি খতিয়ে দেখতে স্টেশন আসলাম।”