DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জলপাইগুড়ির ক্ষুদে শিল্পীদের হাতে অনন্য দূর্গা প্রতিমা, তাক লাগালো সকলকে

জলপাইগুড়ির মোহিতনগরে ক্ষুদে শিল্পীদের হাতে অনন্য দূর্গা প্রতিমা, তাক লাগালো সকলকে।দূর্গা পুজো মানেই আড়ম্বর, থিম, আলো আর জনজোয়ার। কিন্তু এবার জলপাইগুড়ির মোহিতনগরে নজর কেড়েছে একদল স্কুলপড়ুয়ার হাতে গড়া একেবারেই ভিন্নধর্মী দূর্গা প্রতিমা। ছোট ছোট হাতের অসাধারণ শিল্পকর্ম আজ আলোচনার কেন্দ্রে। মোহিতনগরের অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন ছাত্রছাত্রী শুধুমাত্র পুরনো খবরের কাগজ রিসাইকেল করে, তার সঙ্গে ক্লে, থার্মোকল, ফেব্রিক, স্টোনস ও আঠা ব্যবহার করে তৈরি করেছে নজরকাড়া দুর্গা প্রতিমা। তাদের সৃজনশীলতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও।

এই অভিনব ভাবনার সূত্রপাত হয়েছিল কোভিড মহামারীর সময়। বাড়িতে বন্দি থাকতে থাকতে মোবাইল ফোনে নানা শিল্পকর্মের ভিডিও দেখে তাদের মাথায় আসে প্রতিমা তৈরির ধারণা। সেই সময় থেকেই প্রতিবছর নিজেরা প্রতিমা তৈরি করে আসছে এই ক্ষুদে শিল্পীরা। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের তৈরি দূর্গা প্রতিমাই আজ থেকে পূজিত হবেন পাড়ার মণ্ডপে। বিশেষ বিষয় হলো, এখানে কোনও পুরোহিত রাখা হয়নি। শিল্পীরাই নিজেরাই দায়িত্ব নিয়ে পূজার সমস্ত আচার সম্পন্ন করবে। শুধু প্রতিমা তৈরিই নয়, সমাজকল্যাণমূলক উদ্যোগেও এগিয়ে এসেছে এই কিশোর শিল্পীরা। পুজোর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি “লাকি কুপন” খেলা। যেখানে জেতার পুরস্কার থাকছে, তবে বাকি অর্থ তারা তুলে দেবে একটি এনজিওকে, যাতে সমাজকল্যাণে কার্যকরী কোনও উদ্যোগ নেওয়া যায়।পাড়ার মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সকলে অভিভূত এই উদ্যোগে। ছোটদের সৃজনশীলতা যেমন মন কেড়েছে, তেমনি তাদের সামাজিক দায়বদ্ধতার বোধও প্রশংসিত হচ্ছে সর্বত্র।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

‘রাতের সাথী’ সহ একাধিক নিরাপত্তা পরিষেবায় কোচবিহার জোর দিতে চলেছে এম জে এন মেডিক্যাল কলেজ

শুভম দে,নিজস্ব সংবাদদাতা,কোচবিহার:এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন

Read More »