হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে কিশোরীর আত্মহত্যা। গ্রেপ্তার অভিযুক্ত। সম্প্রতি জলপাইগুড়িতে হোয়াটসঅ্যাপে আত্মহত্যার বার্তা দিয়ে আত্মঘাতী হন এক পলিটেকনিক ছাত্রী। ঘটনার জেরে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম পরিমল বর্মন, কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। পরিমল বিবাহিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ওই ছাত্রীর সঙ্গে। পরে সেই পরিচয় প্রেমে পরিণত হয়। কিন্তু ছাত্রীটি জানতে পারেন পরিমল বিবাহিত।

এরপর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, পরিমল সম্পর্ক বজায় রাখতে আপত্তিকর ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করত।গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী নিজের হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে। পরিবারের দাবি, তারা বিষয়টি একেবারেই জানতেন না। হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে তিন সহপাঠী বাড়িতে পৌঁছলেও তখন আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে মৃতার মোবাইল ঘেঁটে ও সহপাঠীদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার হয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে কোচবিহারের শীতলকুচি থেকে পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।