স্কুলে সন্তানকে দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অভিভাবকের। জলপাইগুড়ি র ফণীন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এদিন তৃতীয় শ্রেনীতে পাঠরত ছেলেকে স্কুলে দিয়ে এসে ছিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন রাখালদেবী এলাকার বাসিন্দা পীয়ুষ অধিকারী। ছেলেকে দিয়ে পাশে চায়ের দোকানে চা খেতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন।আশপাশের লোকজন ছুটে আসেন। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
