দুই পক্ষের সওয়াল-জবাব শুনে শর্তসাপেক্ষে ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ছাত্রকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন জুভেনাইল বোর্ডের বিচারক। শুক্রবার এই তথ্য জানান বোর্ডের সহকারী সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায়। উল্লেখ্য, গত ২৩ শে জুন জলপাইগুড়ি শহরতলির এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ ওঠে সহপাঠী এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই নাবালক ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে পুলিশ। বোর্ডের নির্দেশে সে ছয় দিন হোম হেফাজতেই ছিল। এদিন মামলাটি ফের জুভেনাইল জাস্টিস বোর্ডে ওঠে। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে শর্তসাপেক্ষে ওই ছাত্রকে পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দেন বোর্ডের বিচারক। সহকারী সরকারি আইনজীবী সান্তা চট্টোপাধ্যায় জানান, “ছাত্রকে বাড়িতে নিয়ে যাওয়া গেলেও, প্রতি সপ্তাহে একদিন করে জুভেনাইল জাস্টিস বোর্ডে কাউন্সেলিংয়ের জন্য হাজির করাতে হবে। বিচারক এই নির্দেশ দুই মাস পর্যন্ত মানার নির্দেশ দিয়েছেন।”
