DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জলপাইগুড়িতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

গোদরার আগে থেকে বিলটা লাগু করুন দেখব বুকের পাটা কত বড়। কেন্দ্রের আনা বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আইন যেদিন থেকে হবে তার পর সেই আইন লাগু হবে এটাই দেখেছি কিন্তু আইনের ভেতর যদি লেখা যাকে ওমুক দিন থেকে আইনটা লাগু হবে এটা কেমন? তাই আমরা বলছি গোদরার আগে থেকে আইন লাগু হবে এটা লিখে দিন। ২০০০ এর আগে থেকে আইন প্রয়োগ হবে লিখে দিন। তাতে দেখব আপনার মন্ত্রীরা কে কতদিন জেলে ছিল।আর এখন কীভাবে মন্ত্রী থাকে।এরপর তাদের মন্ত্রীত্ব থাকার দায় দায়িত্ব আছে কিনা? তাদের সেখানে থাকার যোগ্যতা থাকে কিনা সেটাও দেখব। যদি বুকের পাটা থাকে তাহলে ২০০০ এর আগে থেকে আইনটা লাগু হোক দেখব আপনিও বা প্রধানমন্ত্রী থাকেন কি করে আর আপনার মন্ত্রীরাও থাকেন কী করে। জলপাইগুড়ি জিলা পরিষদ হলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


এদিকে নাম না করে বিজেপি নেতা অমিত মালব্যকে একহাত নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যারা এই ধরনের কথা বলেন।যারা বাংলাকে ও বাংলা ভাষাকে অপমান করেন।যারা জাতীয় সংগীতের শ্রষ্ঠাকে অপমান করেন। কি একজন আছে, মালপোয়া টালপো সে ট্যুইট করে বলে দিকে আমাদের জাতীয় সঙ্গীতটা আসলে ব্রাক্ষ্ম মন্ত্র।আপনি দয়া করে পুড়ুন।ওটার পাঁচটা স্তবক আছে পুরো কবিতা।তার প্রথম স্তবক নেওয়া হয়েছে। ১৯৫০ সালে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাক্ষ্ম সমাজের ছিলেন বলে বলে দিলেন বাক্ষ্ম মন্ত্র। আমরা জন গন মনটা ব্রাক্ষ্ম মন্ত্র না।
এদিকে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ডেঙ্গু অনেক কন্ট্রোলে আছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে ডেঙ্গু হয়।ডেঙ্গু যাতে না বাড়ে। সংক্রমণ যাতে না হয়। সেটা যাতে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেটা স্বাস্থ্য দপ্তর করছে।সব কিছুই স্বাস্থ্য দপ্তরের নজরে আছে।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, SIR করে কীভাবে ভোটারদের বাদ দেবে সেই চেস্টায় হচ্ছে।পুরোপুরি কোর্টের বিষয় বেশি কিছু করব না।২০০৩ সালে SIR হয়েছিল দেশ জুড়ে।কিন্তু এবার SIR হচ্ছে ভোট মুখি।যেখানে ভোট হচ্ছে সেই জায়গায় SIR হচ্ছে।বিহারে ৬৫ লক্ষ বাদ দেওয়া হয়েছে। ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তখন সেই ভোটারদের একবার আত্মপক্ষ সমর্থন করার সময় দেওয়া হচ্ছে না।এটা ভারতের আইন নয় বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ! ঘটনায় চাঞ্চল্য কুশমন্ডিতে, তদন্তে পুলিশ

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার কুশমন্ডি পঞ্চায়েতের নিমডাঙ্গা গ্রামের এক

Read More »

পদপৃষ্ট হয়ে ২জনের মৃত্যু বাংলাদেশের চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর ধর্মীয় শোভাযাত্রায়

বাংলাদেশে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা জশনে জুলুসে

Read More »