এবার মাদক ঠেকে গ্রামবাসীদের হানা।জোট বেধে গ্রামেরই এক বাড়িতে হানা দিয়ে দুই যুবক কে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি র পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দারা। ধৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর ছেলেও রয়েছে। আটক দুই যুবক কে হেফাজতে নিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কে।নিস্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ ও দেখান এলাকার বাসিন্দারা।

সম্প্রতি একজোট হয়ে মাদক বিরোধী অভিযানে নেমেছেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডে স্টেশন রোড ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।দুই মাদক কারবারি র বাড়ি গুঁড়িয়েও দিয়েছেন তারা। অভিযোগ, শহরে ধাক্কা খেয়ে এবার গ্রামে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা।ইন্দিরা কলোনি গ্রামের এক বাড়িতে বসছিল ব্রাউন সুগারের আসর।কেনাবেচা ও চলছিলো বলে অভিযোগ। কিনতে এসে পাকড়াও অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর ছেলে। মাদক বিক্রির অভিযোগে এলাকার এক যুবক কেও আটক করে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। একই সঙ্গে এলাকায় মাদক কারবার বন্ধে পুলিশের সক্রিয় ভূমিকার দাবি জানান পঞ্চায়েত সদস্য থেকে নিয়ে এলাকার বাসিন্দারা।