DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জলদাপাড়া অভয়ারণ্যের মালঙ্গি জঙ্গলে বাইসনের আক্রমণে মৃত্যু এক প্রহরারত বনকর্মীর

জলদাপাড়ার অভয়ারণ্যের মালঙ্গি জঙ্গলে প্রহরা দেওয়ার সময় বাইসনের আক্রমণে এক বনকর্মীর মৃত্যু। জানা গেছে মৃত বনকর্মীর নাম দুলাল রাভা ৫১ চিলাপাতা, আন্দুবস্তি এলাকার বাসিন্দা। এদিন দুপুর নাগাদ অন্যান্য সহকর্মীদের সঙ্গে মালাঙ্গি বিটের জঙ্গলে টহল দিচ্ছিলেন দুলাল রাভা। সেই সময় আচমকা একটি বাইসন পেছন থেকে তার ওপর হামলা চালায়।

জানাগেছে তার কোমর ও পেটে বিশাল আঘাত লাগে। চিৎকার শুনে অন্যান্য সহ কর্মীরা গুরুতর আহত অবস্থায় মালঙ্গী বিটের গভীর জঙ্গল থেকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। জানাগেছে ঘটনাটি মালঙ্গি বিটের শিশামারা ও তোর্সা নদীর মাঝখানে গভীর জঙ্গলে হওয়ায় তাকে হাসপতালে নিয়ে বেগ পেতে হয় বনকর্মীদের। নৌকোয় করে শিশামার নদী পার করে তবে বন কর্মীরা ফালাকাটা সুপার স্পেশালাটি হাসপতালে পৌঁছান। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানাগেছে এরপর বনোদপ্তর ও ফালাকাটা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দুলাল রাভা’র মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন