মুর্শিদাবাদের জলঙ্গি থানার প্রসন্ননগর এলাকায় গতকাল রাত্রে অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ। সীমন্ত এলাকায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও দু রাউন্ড গুলি তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম আমানত সেখ। তার বাড়ি জলঙ্গি থানা এলাকায়। ধৃতকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ।ঐ ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
