জয়গাঁ এলাকার চাষীদের মিলেট চাষের প্রতি আগ্রহী করে তুলতে বদ্ধপরিকর কালচিনি ব্লক কৃষি দফতর। জয়গাঁ খোকলাবস্তি ও বড় মেচিয়াবস্তির ১০০ জন চাষীর হাতে তুলে দেওয়া হল রাগী বীজ।এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় এই বীজ। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল, জয়গা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল পাখরিন। মাথাপিছু ১ জন চাষিকে দেওয়া হয়েছে চার কিলো রাগী বীজ। ২ বিঘা জমিতে অনায়াসে এই বীজ রোপন করা সম্ভব।কালচিনি ব্লক সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল জানান, “কালচিনি ব্লকে ৯০ হেক্টর জমিতে মিলেট জাতীয় ফসল চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।জয়গাঁতে এই চাষ ভালো ফসল দেবে এই আমাদের আশা।”
