জয়ঁগা গামী এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনা জখম চারজন। এদিন হাসিমারা গামী একটি ইলেকট্রিক অটো হাসিমারা দশ নং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উলটে যায় এই ঘটনায় অটোতে থাকা তিনজন যাত্রী ও চালক জখম হয়। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
