ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগা ও তার পার্শবর্তী এলাকায় সার্বিক উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্ৰহণ করল জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি অন্তর্গত জয়ঁগা দুই, জয়ঁগা এক ও দলসিংপাড়া এই তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় নয়টা কাজ চলছে আরো বেশ কয়েকটি কাজের পরিকল্পনা করে ইতিমধ্যে রাজ্যের কাছে পাঠিয়েছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি।

বর্তমানে জয়গাঁ খোকলাবস্তি এলাকায় ভারত ভুটান সীমান্তে প্রোটেকশন ওয়াল নির্মাণ কাজ চলছে, এছাড়া যোগীখোলা, গোবরজদী নদী এলাকায় প্রোটেকশন ওয়াল এর কাজ চলছে, গোপীমোহন এলাকায় পেভার্স ব্লক সড়ক নির্মাণ কাজ চলছে। জয়গাঁ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সামনে প্রোটেকশন ওয়াল নির্মাণ কাজ চলছে।
জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান। নয়টি কাজ চলছে আরো দশটি নতুন কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে এমন পরিকল্পনা করে রাজ্যে পাঠানো হয়েছে।