DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জমি সংক্রান্ত বিবাদ ঘিরে উত্তেজনা, রায়গঞ্জের শাসক দলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলার অভিযোগ

জমির রেকর্ড সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে সোমবার সকালবেলায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ৮ নম্বর বাহিন অঞ্চলের কুমরোল গ্রামে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য সাব্বির আলমের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘটনার মূল অভিযুক্ত দুলাল মোহাম্মদ বলে জানা গিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যর দাবি এদিন সকালে অভিযুক্ত ব্যক্তি চার থেকে পাঁচজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় এবং বাড়ির উদ্দেশ্যে ইট-পাথর ছোড়ে। যদিও সেই সময় পঞ্চায়েত সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানান। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে, যার জেরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।


এই ঘটনার পর পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার একাধিক জমি নিয়ে বেআইনি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং স্থানীয়ভাবে জমির দালালি চালায়। এমনকি পঞ্চায়েত সদস্যকে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সাব্বির আলম বলেন, “গত ৮ জুলাই হুমকি পাওয়ার পর এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তবুও এদিন আচমকা এই হামলা চালানো হয়েছে। তিনি একজন পঞ্চায়েত সদস্য কোনোভাবেই তিনি হাতে তুলে নেবেন না পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে থানার দ্বারস্থ হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যখন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, তখন সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন

বেতন বৃদ্ধির দাবি, কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের ঘিরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের ঘিরে বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মীদের।বিক্ষোভ কারীদের দাবি

Read More »