DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

জমি মাফিয়াদের দৌরাত্ম্য , সরকার দেওয়া পাট্টা জমি দখলের চেষ্টা

মালদায় শাসকের মদতে জমি মাফিয়াদের চোখরাঙি সরকারের দেওয়া দুই শতাধিক গরিব মানুষের পাট্টা জমি দখল ভাঙচুর। ধুন্দুমার পরিস্থিতি গ্রামে সরকারের দেওয়া সাধারণ গরিব মানুষের পাট্টা জমি দখল। তারপর সেই জমি রেকর্ড করে বিক্রি।দুই শতাধিক পরিবারের প্রায় তিনশো বিঘা পাট্টা জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় এলাকার তিন জমি মাফিয়া। যারা তৃণমূলের সঙ্গে যুক্ত। যাদের এতটাই প্রভাব। যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পেরে উঠছে না তাদের সঙ্গে। জমি বাঁচাতে গেলে বারবার আক্রান্ত হয়েছে গ্রামবাসিরা। এবার নিজেদের জমি দখলমুক্ত করতে অবশেষে জোটবদ্ধ হয়ে বাঁশ লাঠি হাতে জমির টিনের বেড়া পিলার ভাঙচুর। যাকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি। বেধে যায় সংঘর্ষ।মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


স্থানীয়দের অভিযোগ বহু বছর আগে তারা সরকারের কাছ থেকে জমির পাট্টা পেয়ে ছিল যেখানে তারা চাষবাস করেন। তার উপরেই চলে সংসার।কিন্তু গুমেদ ইকবাল, জালাউদ্দিন ইকবাল,আসাদুল ইকবাল সেই পাট্টা জমি গায়ের জোরে দখল করে। বাধা দিতে আসলে মারধর করে।টিনের বেড়া দিয়ে তারা জমি ঘিরে দেয়।প্রায় দুই শতাধিক পরিবারের রয়েছে এই জমি।তারপর সেই পাট্টা জমি নিজেদের নামে রেকর্ড করে বেঁচে দিচ্ছে অন্যজনের কাছে।যারা বাধা দিতে গেছে বারবার আক্রান্ত হয়েছে।এমনকি তৃণমূলের যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনিও গ্রামবাসীদের হয়ে লড়াই করে পেরে ওঠেন নি এই তিনজনের সঙ্গে। এতটাই প্রভাব তাদের। তারা নিজেরাই জানাচ্ছে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে এদিন গ্রামের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাঁশ লাঠি হাতে রাস্তায় নামে। নিজেদের জমি দখল মুক্ত করতে ভেঙে দেয় বেড়া,পিলার।রণক্ষেত্র হয়ে উঠে পরিস্থিতি।
যদিও অভিযুক্তদের দাবি যে জমি তারা বিক্রি করেছে সেই জমি তাদের।সঠিক কাগজপত্র রয়েছে।তাই তারা বিক্রি করেছে।
জমি দখলের কথা মেনে নিয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মাজেদুল শেখের অভিযোগ এরা এই ভাবে জমি দখল করে বিক্রি করে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাজ করছে। যদিও সাথে তার দাবী এদের মদত দিচ্ছে কংগ্রেস সিপিএম জোট।
তৃণমূলেশ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাসের দাবি এখানে রাজনীতির কোন বিষয় নেই। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।
অপরদিকে বিজেপির রুপেশ আগরওলার অভিযোগ তৃণমূল যতদিন থাকবে এই ভাবেই নিজেদের মধ্যে লড়াই চলবে ওদের।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য বলেন,সমগ্র ঘটনা নিয়ে দুই পক্ষের শুনানির মাধ্যমে তদন্তের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন