জমি বিবাদের জেরে বয়স্ক বাবাকে মারধর মেজো ছেলের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বড়ো ছেলে। লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামে। অভিযোগ উঠেছে মেজো ছেলে দিপু দাস ও তার স্ত্রী সুমতি দাসের বিরুদ্ধে। মারধর করা হয়েছে বাবা বৈদ্যনাথ দাস ও তার বড় ছেলে প্রকাশ দাস কে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যনাথের তিন ছেলের মধ্যে মেজো ছেলে দিপু অবসর প্রাপ্ত সেনা কর্মী। বর্তমানে চাকরির সূত্রে পরিবারকে নিয়ে কলকাতায় থাকেন। অভিযোগকারী বাবা বৈদ্যনাথ বলেন, মেজো ছেলে মা-বাবা কে দেখে না। তিন বোনের কাছ থেকে গোপনে তাদের বাস্তুভিটার অংশটি কিনে নিয়েছে ছেলে ।শৌচালয়ের পাশে রান্নাঘর দিয়েছি। এখন ঘরটি ভাঙতে বলছে ছেলে। ঘর ভাঙতে রাজি না হওয়ায় মারধর করা হয় । বড় ছেলে বাঁচাতে আসলে তাকে বেধরক মারধর করে রক্তাক্ত করে দিয়েছে। থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত ছেলে দিপুর স্ত্রী সুমতি দাস বলেন, স্বামীকে বাস্তুভিটার অংশ দেইনি। তিন পিসি শাশুড়ির কাছ থেকে তাদের অংশের জায়গা কিনে নিয়েছি। তাদেরকে না জানিয়ে রান্নাঘর দিয়েছেন শ্বশুর। চালের কয়েকটা টালি সরাতে বলেছিলেন। এতেই তারা চড়াও হয়ে মারধর করতে আসে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেচেন ।