জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে সিতাই বালাপুকুরি এলাকায়। একজনের পায়ে গুলি লেগেছে । বর্তমানে সে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । আহত ব্যক্তির নাম রফিক মিয়া । ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়েছে সিতাই থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, আহত রফিক মিয়ার বাবা নুরুল মিয়ার সাথে প্রতিবেশী দিলোয়ার মিয়ার দীর্ঘদিনের জমি বিবাদ । যাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা । আহত রফিক মিয়ার পরিবারের অভিযোগ, জমিটি তাদের রয়েছে । বিষয়টি নিয়ে বহুবার বৈঠক হয়েছে । তারপরেও দিলোয়ার মিয়ার সেই বিচার মানতে নারাজ । বৃহস্পতিবার রাতে হঠাৎই সে বাইকে চেপে দুজন আরও দুষ্কৃতীকে নিয়ে এসে তার বাড়িতে চড়াও হয় ও গুলি করে। সেই সময় বাড়িতে নুরুল মিয়া উপস্থিত না থাকলেও তার বড় ছেলে রফিক মিয়া উপস্থিত ছিল। তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় । তবে দুটি রাউন্ড গুলি কোনরকম বেঁচে গেল একটি গুলি তার পায়ে লেগেছে । এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে নিয়ে আসে । বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।
