জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ আক্রান্ত। বর্তমান এলাকা থমথমে। ঘটনাটি শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনার চাইলোন গ্রামে।
জানা যায় ওই জমি কে নিয়ে অনেক কয়েকবার ঝামেলা হয়েছে। এমনকি কেস এবং আদালত পর্যন্ত গড়িয়েছে।
গতকাল এ বিষয়ে একটি কোর্টে হেয়ারিং এ দ্বারস্থ হন দুই পরিবার। বুধবার সকালে জোবেদ আলীর পরিবার সমেত সেই জমিতে চাষ করতে যান ।

সেই সময় অপরপক্ষ আব্দুল খালেক মিয়া ও আব্দুল মালেক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসলে জোবেদ আলী পরিবার কে চাষ করতে বাধা দেন। সেই সময় কয়েকজন জোবেদ আলীর পরিবারের লোকজন মিলে কর্তব্যরত শীতলকুচি থানার এ এস আই মনোজ পালকে ও অন্যান্য পুলিশ কর্মীদের মারধর করেন। এবং জমির কাঁদাতে এ এস আই মনোজ পালকে চুবিয়ে ধরে ও পুলিশ কর্মীদের মারধর করে বলে ঘটনাস্থল গিয়ে জানা । তারপরই বাকি পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাদে, জোবেদ আলীর পরিবারের লোকজনের সঙ্গে। পরবর্তীতে খবর পেয়ে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়ন হন। এবং জোবেদ আলী পরিবারের বেশ কয়েকজনকে আটক করেন। বর্তমানে এলাকা থমথমে ও মোতায়ন রাখার রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।