জমি দখলের চেষ্টা।প্রতিবাদ করায় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকির অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা।থানায় অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।বাধ্য হয়ে ওই মেম্বার ও তার পরিবার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা।আতঙ্কে গ্রাম পঞ্চায়েতের সদস্যের পরিবার।শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আইন আইনের পথে চলবে পালটার দাবি জেলা তৃণমূলের মুখপাত্রের।

জানা গিয়েছে,মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ এলাকায় একটি বিতর্কিত জমি রয়েছে।সেই জমিটি দখল করার চেষ্টা করছে স্থানীয় তৃণমূলের নেতারা।একটি দলীয় কার্যালয়েও বানানোর চেষ্টা করছে।কিন্তু জমিটি নিয়ে বিতর্ক রয়েছে।এই জমিটি দেবত্তর বলেই সবাই জানে।এ নিয়ে আমি প্রতিবাদ করি। কোন ভাবেই জমি দখল করা যাবে না। এরপরই এলাকা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন ও কৃষ্ণ মন্ডল আমার উপর চড়াও হয়।আমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা এবং সেই ধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।এরপর আমি ইংরেজবাজার থানার অন্তর্গত রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাই।কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় আমি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমার নিরাপত্তা বলে কিছু নেই। যেকোনো সময় ধর্ষিতা হতে পারি।
যদিও অভিযুক্তদের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও জেলা তৃণমূলের মুখপাত্র আসিষ কুন্ডু বলেন,জমিটি নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু কেউ যদি আইন ভাঙ্গে তার বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।তৃণমূল কোন অবৈধ কাজ বরদাস্ত করবে না।
শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন,জমামি দখল করা খুন করা ধর্ষণ করা তৃণমূলের কাছে কোন নতুন ঘটনা নয়। কাজীগ্রামের ক্ষেত্রেও আলাদা কিছু হয়নি।ওরা জানে পুলিশ কোন ব্যবস্থা নেবে না।আর সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।