সিতাইয়ে বিজেপিতে ভাঙ্গন! বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন প্রায় ১৫ জন বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এই ১৫ জনের মধ্যে রয়েছে বিজেপির এক জেলা কমিটির সদস্য রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে আদাবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি হল বলে দাবি নেতৃত্বের।
