লোকালয়ে জংলি শুকরের তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসী
হাতি, বাইসন ও বানরের পর লোকালয়ে হামলা চালাচ্ছে জংলি শুকরের দল। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে প্রতিনিয়ত বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে জংলি শুকরের দল। রাত অথবা দিন নেই যে কোন মুহূর্তে বেরিয়ে আসে এই জংলী শুকরের দলগুলো মাদারিহাটের মেঘনাদ সাহা নগর, রবীন্দ্রনগর, প্রধাননগর ও সুভাষ নগর এলাকায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য । ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার ছোট ছোট কৃষকেরা। তার সঙ্গে জংলি শুকোর ক্ষতিগ্রস্ত করছেন গৃহপালিত পশুদের।

গত মাসে তিনটি ছাগলের বাচ্চাকে এই জংলি শুকর মেরে ফেলে। অন্যদিকে বনদপ্তর ও join ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি প্রতিনিয়ত এই জংলি শুকরগুলোকে যেমন জঙ্গলে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু একদিকে ঢুকালে অন্যদিকে আবার বেরিয়ে চলে আসছে। জংলি শুকরগুলো বন ছেড়ে তারা এখন লোকালয়ে তাদের নিজেকে সুরক্ষিত মনে করে। কিছুদিন আগে লক্ষ্য করা গিয়েছে কিছু জায়গাতে তারা লোকালয়ে এসে বাচ্চাও জন্ম দিচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে এলাকাবাসী।