একটি ছোটো গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ আহত দুই শিশু সহ মোট ৭জন । রবিবার রাতে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চকচকা এলাকায়।পুলিশ সুত্রে জানাগিয়েছে, একটি ছোটোগাড়ির সাথে টোটোর জাতীয় সড়কে সংঘর্ষ ঘটে, ঘটনায় আহত হয়েছে মোট ৭ জন । তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । সুত্রের খবর ছোট গাড়ির চালাক মদ্যপ অবস্থায় ছিল।পুলিশ দুর্ঘটনা কারণ খতিয়ে দেখছে ।