ছেলের মারে বৃদ্ধ বাবার মৃত্যু। পলাতক ঘাতক ছেলে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, রায়গঞ্জ শহরের নিউ মিলনপাড়া এলাকার। মৃতের নাম কৃষ্ণ দাস(৪৯)।
মৃতের ছেলে সঞ্জীব দাস জানান, বাবা কৃষ্ণ দাস তাঁর বড় ছেলে দিলীপ দাসকে গতকাল সন্ধ্যায় বলেন, মা ফুলেশ্বরী দাসকে ফোন করতে। আর সেই ফোন করা নিয়েই বাবা ছেলের মধ্যে বচসা। শেষে পাথর কাটার স্কেল দিয়ে বাবাকে মারধর করে বড়ছেলে দিলীপ। শেষে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে কৃষ্ণ দাসকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কৃষ্ণ দাসের। ঘটনার ব্যাপারে মৃতের স্ত্রী রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন। রবিবার তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে।
