শিলিগুড়ির হায়দরপাড়ার ঘুগনি মোড় এলাকায় বৃহস্পতিবার সকালেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রিয়াংশু পাল নামে এক যুবক ছুরিকাহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নীরজ ছেত্রী ঠাকুর নামে এক যুবককে আটক করে ভক্তিনগর থানার পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি একটি দোকানে গিয়ে ১০০ টাকার জাল নোট ভাঙাতে আসে। অভিযোগ, তার কাছে প্রায় পাঁচ হাজার টাকার জাল ১০০ টাকার নোট ছিল। বিষয়টি ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ী প্রিয়াংশু পাল। তিনি অভিযুক্তকে নোট ছিঁড়ে ফেলতে বললে, উত্তেজনার মধ্যেই প্রিয়াংশুকে চাকু মারার অভিযোগ ওঠে নীরজের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় প্রিয়াংশুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের ফ্ল্যাট ঘিরে ফেলেন উত্তেজিত জনতা। বিক্ষোভে শামিল হন এলাকার ব্যবসায়ীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তকে বহুতলের ফ্ল্যাটে আটক করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে ভক্তিনগর থানার ঘুগনি মোড় এলাকায় উত্তেজনা চরমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।