স্কুল চলাকালীন অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে সহপাঠী ছাত্রের বিরুদ্ধে। জলপাইগুড়ি শহর লাগোয়া এক নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদ জানিয়ে সদর মহকুমাশাসক দফতরে বিক্ষোভ দেখাল এআইডিএসও, এআইডিওয়াইও এছাড়া এআইএমএসএস ৷ এদিন আন্দোলনকারীরা ব্যানার পোস্টার হাতে সদর মহকুমাশাসক দফতরে সামনে হাজির হয়। সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন৷ ২৩ জুন ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রীকে যৌন হেনস্তা করে সহপাঠী এক ছাত্র।

ঘটনার পর ছাত্রীর পরিবার স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে গেলে ছাত্রীর পরিবারকে উল্টে অপমান করার পাশাপাশি বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় স্কুলের প্রিন্সিপাল সহ অনান্য শিক্ষকরা বলে অভিযোগ উঠেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও থানায় অভিযোগ জানানোর পর প্রশাসন নড়েচড়ে বসে। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত ছাত্রকে জুভেলাইন কোর্টে তোলা হয়েছে। শুক্রবার পর্যন্ত ছাত্রকে হোমে রেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন আন্দোলনকারীদের পক্ষে ঝর্ণা রায়। তিনি বলেন, “সদর মহকুমাশাসক ও চাইল্ড প্রোটেকশন দপ্তরে আমরা স্মারকলিপি তুলে দেব।”