চুরি হয়ে যাওয়ার সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ।বাইক,সোনার চেন, মোবাইল ফোন এবং দোকান থেকে চুরি হয়ে যাওয়া রুপোর সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। মঙ্গলবার পুলিশের প্রত্যপর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল ধূপগুড়ি থানার পুলিশ।জানা যায় বিগত কয়েক মাস ধরে ধূপগুড়ি থানাতে একাধিক চুরির অভিযোগ দায়ের হয়েছিল।

পাশাপাশি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়।শহরের এসটিএস ক্লাব সংলগ্ন এলাকা থেকে বাইক চুরি, সিনেমাহল মোড় এলাকা থেকে সোনার চেন চুরি,মাগুরমারি ঝুম্মার পার এলাকার সোনার দোকান থেকে রুপোর সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল।অভিযোগ দায়ের হতেই অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ।কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় বাইক।পাশাপাশি বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে বাকি সামগ্রী উদ্ধার করা হয়।ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।বর্তমানে অভিযুক্তরা জেলে রয়েছে।এদিন ধূপগুড়ি থানার পুলিশ একটি বাইক,একটি সোনার চেন,রুপোর সামগ্রী এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয়।