চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিল কোতোয়ালী থানার পুলিশ। তদন্তে দ্রুত সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনার তদন্তে উদ্ধার হয়েছিল মোট ছটি টোটো, আটটি সাইকেল ও একটি সোনার চেন। বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী সেই সামগ্রী যথাযথ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একাধিক টোটো ও সাইকেল চুরির পাশাপাশি সোনার হার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কোতোয়ালী থানার পুলিশ।

ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়।এদিন থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে উদ্ধার হওয়া জিনিসপত্র তুলে দেয় পুলিশ।
নিজের হারানো সামগ্রী ফেরত পেয়ে আনন্দিত তারা। তারা জানান, পুলিশের তৎপরতায় এত দ্রুত জিনিস ফিরে পাওয়া সত্যিই আশার বিষয়। পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।